[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখেই ঈশ্বরদীতে বিজয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
প্রকাশঃ
অ+ অ-

 বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখেই ঈশ্বরদীতে বিজয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও প্রস্তুতি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী আতম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, আব্দুল মজিদ বাবলু মালিথা, নুরুল ইসলাম বকুল সরদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির ও ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম  প্রমূখ।

সভায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোপধ্বনি, পুস্পস্তবক অপর্ণ, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সেই সাথে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির কথা জানানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন