[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা–৪ আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ

প্রকাশঃ
অ+ অ-

গালিবুর রহমান শরীফ | ছবি: সংগৃহীত

প্রতিনিধি ঈশ্বরদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গালিবুর রহমান শরীফ। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন তিনি।

তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি বাদে আরও ২৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন