[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিলের কোনো সম্পর্ক নেই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশঃ
অ+ অ-

নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: সংলাপের সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সংলাপ তো যেকোনো সময়ে, যেকোনো বিষয়েই হতে পারে। এর সঙ্গে নির্বাচনের তফসিলের কোনো সম্পর্ক নেই। নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ কথা বলেন।

এর আগে বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি তাদের ভিসা নীতির কথাও মনে করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সোমবার বিএনপি ও জাতীয় পার্টিকে এ-সম্পর্কিত চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকেও চিঠি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওই চিঠি লিখেছেন।

সংলাপের একটি বিষয় এসেছে, এটি তফসিল ঘোষণায় বাধা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব হচ্ছে শিডিউল (তফসিল) ঘোষণা করা। সংলাপ বা এগুলোর সঙ্গে ইসির কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, নির্বাচন পরিচালনা করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা, এটি হচ্ছে তাদের সাংবিধানিক দায়িত্ব। সে অনুযায়ী জানুয়ারির ভেতরে যে নির্বাচন করতে হবে, সে কারণে ওনাদের কিন্তু এখন শিডিউল ঘোষণা করতে হবে। কারণ কী; নির্বাচনে যদি কোনো কারণে উপনির্বাচনের প্রয়োজন হয়, সেটি এর ভেতর শেষ করতে হয়। এসব কারণে হাতে কয়েক দিন সময় রেখে এটি করতে হবে। সে প্রেক্ষিতে ওনাদের (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করার যে সময় সেটিও সন্নিকটে মনে করছি। এখন ঘোষণা করার সময় হয়ে গেছে। ওনারা (ইসি) হয়তো করবেন, খুব শিগগির হয়তো করবেন আশা করি। এর সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সংলাপ তো যেকোনো সময়ে, যেকোনো বিষয়েই হতে পারে। এর সঙ্গে নির্বাচনের তফসিলের কোনো সম্পর্ক নেই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন