[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিরপুর ছাড়লেন সাকিব

প্রকাশঃ
অ+ অ-

ক্রীড়া প্রতিবেদক: বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের মাঝপথে হঠাৎ দেশে ফিরে এসে ভক্তদের রোষানলের মুখে পড়েছেন টাইগার অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে তিন ঘণ্টার বেশি ব্যাটিং অনুশীলন শেষ করেন অধিনায়ক সাকিব। অনুশীলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার।

মিরপুরে ইনডোরে অনুশীলন শেষে বেরিয়ে যাচ্ছিলেন সাকিব। এসময় উপস্থিত কয়েকজন সমর্থক সাকিবকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেন। ঠিক তখনই একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন দেশসেরা এ অলরাউন্ডার।

বিশ্বকাপের মঞ্চে নিজের বাজে ফর্ম কাটাতে গতকাল দেশে ফিরে আসেন সাকিব। সাবেক গুরু কোচ ফাহিমের কাছে টানা দুদিন ব্যাটিং পরামর্শ নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে রান খরা কাটাতে কোচ ফাহিমের অধীনে দুই সেশন ব্যাটিং প্রাকটিসও করেছেন সাকিব। 

এবারের বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ৫৬ রান সংগ্রহ করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় স্বাগতিক ভারতের বিরুদ্ধে খেলেতে পারেননি সাকিব।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন