[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিছিল নিয়ে বায়তুল মোকাররমের সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা

প্রকাশঃ
অ+ অ-

আওয়ামী লীগের সমাবেশে মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে নেতা-কর্মী-সমর্থকেরা আসতে শুরু করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল ​মোকাররমের দক্ষিণ গেটে এ চিত্র দেখা যায়।

যদিও ঢাকা মহানগর পুলিশ ‘দুপুর ১২টার আগে কোনোক্রমেই জনসমাগম করা যাবে না’ বলে যে শর্ত দিয়েছিল, তা মানা হলো না।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পাশাপাশি আওয়ামী লীগও জাতীয় মসজিদ বায়তুল ​মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তানের জিপিও মোড় থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ রাখা হয়েছে। পুলিশের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। নেতা-কর্মী-সমর্থকেরা রাস্তার ওপর বসে গেছেন। তাঁদের হাতে ছোট ছোট পোস্টারও। মাইকে সুর-সংগীত বাজছে, কখনো কখনো বক্তব্যও রাখছেন আয়োজকেরা।

আওয়ামী লীগের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন