[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে কুমারী পূজা উদ্যাপিত

প্রকাশঃ
অ+ অ-
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজশাহী নগরের ত্রিনয়নী সংঘ মন্দিরে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

আব্দুল কাদের নাহিদ, রাজশাহী থেকে: কুমারী পূজার মধ্য দিয়ে রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদ্যাপিত হয়েছে। নগরের সাগরপাড়া এলাকায় ত্রিনয়নী সংঘ মন্দিরে রোববার সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।

ত্রিনয়নী সংঘ মন্দিরে ‘কুমারী মায়ের’ নাম ইন্দুপ্রভা দাস তিতলি। বগুড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী সে। এর আগে গেল দুই বছর তাকে বসানো হয়েছিল।

শাস্ত্রমতে, এদিন তার নামকরণ করা হয় ‘ভৈরবী’। সাগরপাড়া এলাকার দম্পতি স্বগত দাস ও ছন্দা সরকার সন্তান সে। দুপুর পৌনে ১২টায় মন্দিরে আসে তিতলি। দুপুর ১২টা থেকে পূজা শুরু হয়। কুমারী পূজায় পৌরোহিত্য করেন মন্দিরের তপন চৌধুরী। 

পূজা শুরুর আগে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নানা অলঙ্কার ও ফুলের মালা দিয়ে নিপুণভাবে সাজিয়ে দেবীর আসনে অধিষ্ঠিত করা হয়। এর আগে মন্ত্রোচ্চারণ, ফুল ও বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় ভক্তদের কাছে। এরপর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের উলুধ্বনি আর ধর্মপ্রাণ মানুষের বিনম্র শ্রদ্ধায় সম্পন্ন হয় কুমারী পূজা।

এদিকে কুমারী পূজা দেখার জন্য সকাল থেকে মন্দিরে ছিল পূজারিদের উপচেপড়া ভিড়। পূজা দেখতে আসা নগরের হেতমখাঁ সজিপাড়ার বাসিন্দা রুদ্র দাশ বলেন, ‘আগে কখনো কুমারী পূজা দেখিনি। তাই মন্দিরে এলাম।’

শ্যামলী নামের এক নারী বলেন, ‘কুমারী পূজা এর আগে টেলিভিশনে দেখেছি। এবারই প্রথম সামনাসামনি দেখতে পেলাম।’ কুমারী পূজা শেষে মন্দিরে উপস্থিত ভক্তরা পূজার অঞ্জলি গ্রহণ করেন

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন