[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাকরাইল মসজিদের সামনে থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান

প্রকাশঃ
অ+ অ-

বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইল জামে মসজিদের সামনে থেকে মতিঝিলের আরামবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এই সমাবেশ শুরু হওয়ার কথা বেলা দুইটা থেকে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের চাপও বাড়ছে। কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

মহাসমাবেশে আসা নেতা-কর্মীদের অনেকে মাথায় কালো কাপড় বেঁধে এসেছেন। কারও কারও হাতে প্লাস্টিকের কাটা পাইপ দেখা গেছে।  

মহাসমাবেশ শুরুর সময় আজ বেলা দুইটা হলেও  গতকাল শুক্রবার দুপুর থেকে এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। দলটির অনেক নেতা-কর্মী রাতভর নয়াপল্টন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন।

বিএনপির মহাসমাবেশে সারা দেশ থেকে আসা নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন  সড়কেও দলটির অনেক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন