[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে কৃতী সংবর্ধনায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রকাশঃ
অ+ অ-

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠা‌নে উপহার তুলে দেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: একবিংশ শতাব্দীতে আমাদের অনেক অগ্রগতি সাধিত হয়েছে, আমরা জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করেছি। এখন আমাদের দেশ গড়ার সময়। দেশকে জানতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের চলার পথ মসৃণ নয়, চলার পথ বন্ধুর। আজ যারা কৃতী শিক্ষার্থী হিসেবে এখানে উপস্থিত, তাদের এই বন্ধুর পথ মাড়িয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে হবে। নকল কিংবা মুখস্থ নয়, লেখাপড়াকে করতে হবে আত্মস্থ। 

শরতের অপরাহ্নে মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন জয়নগর স্বপ্নদীপ রিসোর্টে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ ও পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ নুরুজ্জামান বিশ্বাস। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো ফলাফল করার জন্য তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা শুরু। এইচএসসিতেও ভালো ফলাফল করতে হবে। তারপর মেডিকেল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে তোমরা কর্মক্ষেত্রে যাবে। সব ক্ষেত্রেই ভালো করার জন্য পরিশ্রম করতে হবে। তোমরা সব সময় দুর্নীতি, অনিয়ম ও খারাপ কাজকে ঘৃনা করবে, ভালো কাজের সঙ্গে থাকবে।’

খায়রুল গ্রুপের চেয়ারম্যান খায়রুল ইসলামের সভাপতিত্বে ও শুভসংঘ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন- কালের কণ্ঠ'র প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, এমদাদুল হক রানা সরদার, নুরুল ইসলাম বকুল সরদার, সাইফুজ্জামান পিন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এক কৃতী শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানে এসে ভালো লাগার কথা প্রকাশ করে শিক্ষার্থীদের অনেকেই। শিক্ষার্থী তাহসিন তাসনিম খন্দকার বলেন, ‘সব সময় মনে থাকবে জিপিএ-৫ পেয়েছিলাম বলে আমাদের সংবর্ধনা দিয়েছিল।’

শিক্ষার্থী তাসনিয়া শারমিন বলে, ‘ভালো ফলাফলের জন্য সংবর্ধনা দেওয়ায় আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে ভালো ফলাফল করার জন্য আমাদের প্রেরণা জোগাবে।’

অপর শিক্ষার্থী আরিজ আহমেদ বলে, ‘এই সংবর্ধনা পেয়ে আমরা অনুপ্রাণিত।’

শুভসংঘ পাঠাগার উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে স্বপ্নদ্বীপ রিসোর্টের ভেতরে ‘শুভসংঘ পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মান্না সরদার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, নিউজটোয়েন্টিফোরের পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, সমকালের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সেলিম সরদার, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সূচিত্রা পূজা, সাংগঠনিক সম্পাদক মেহবীন মুশফিকা, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, সহসভাপতি জান্নাত মারজান ঐশি, দপ্তর সম্পাদক শরীফ মাহ্দী আশরাফ জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু প্রমুখ।

ফিতা কেটে নতুন লাইব্রেরির উদ্বোধন করেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

পাঠাগার উদ্বোধনের সময় ইমদাদুল হক মিলন বলেছেন, ‘আলোকিত মানুষ তৈরি করার প্রথম জায়গাটি হচ্ছে বই। বই পড়া থেকে আমাদের এই প্রজন্ম অনেকখানি বিমুখ হয়ে গেছে। সেই বিমুখতা থেকে ফিরিয়ে আনার জন্য বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্যোগটি নিয়েছি।’

নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘স্বপ্নদ্বীপ রিসোর্টে শুভসংঘ পাঠাগার খুবই ভালো একটি উদ্যোগ। আমি এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য বসুন্ধরা গ্রুপকে ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

সর্বশেষ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন