[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুখোশ পরে যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

প্রকাশঃ
অ+ অ-

হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

প্রতিনিধি রানীনগর: নওগাঁর রানীনগরে আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবদল নেতার ওপর মুখোশ পরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে রানীনগর-আবাদপুকুর সড়কের আমগ্রামের মোড়ে এই ঘটনা ঘটে। আহত আনোয়ারকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আনোয়ার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য।

হামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘হামলার খবর পেয়েছি। এ নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এরপরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

আহত আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে নওগাঁ থেকে কাজ শেষে আবাদপুকুর বাজারে যান। সেখানে কাজ শেষে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। এ সময় রানীনগর-আবাদপুকুর সড়কের আমগ্রামের মোড় এলাকায় পৌঁছালে ১৫-২০ জন মুখোশধারী তাঁর ওপর হামলা চালান।

হামলার সময় আনোয়ারকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় মুখোশধারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ওই রাতেই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে তা আনোয়ার বলতে পারেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন