[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ইছামতী নদীর বহুমুখী উন্নয়ন করতে হবে: ডেপুটি স্পিকার

প্রকাশঃ
অ+ অ-

মতবিনিময় সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে ইছামতি নদী প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে শেষ করতে হবে। জনগণ যেন দ্রুতই এর সুফল ভোগ করতে পারে। 

সোমবার পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা এবং সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর এই মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের উন্নয়নের কথা ভাবতেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাবনার নদী রক্ষা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙ্গা রোধে এবং নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফলভোগীদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে।।’

কর্মশালায় প্রকল্পটির গাণিতিক মডেলিং কম্পোনেন্ট বিষয়ে ডা. মো. রেজাউল হাসান এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে পানিসম্পদ প্রকৌশলী মিরাজুল হোসাইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর  কর্মশালায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

বাপাউবো উত্তর পশ্চিমাঞ্চলের  প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাপাউবো মহাপরিচালক শহিদুল ইসলাম, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন