[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কৃষকই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার

প্রকাশঃ
অ+ অ-

প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি সাঁথিয়া: কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা হলেই কেবল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

মঙ্গলবার উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাঁথিয়ার পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক বিনোদন ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশে তিনি সবুজ বিপ্লবের কর্মসূচি হাতে নিয়েছিলেন। আর তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে আজ কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশে আজ খাদ্য ঘাটতি নেই, কেউ না খেয়ে মারা যায় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে কোনো মানুষকে গৃহহীন থাকতে দেবেন না। সকল ভূমিহীন ও গৃহহীনদেরকে ভূমিসহ ঘর দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষকে শুধু খাদ্য, বস্ত্র ও বাসস্থান দিলেই হবেনা। সুস্থ কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত দেশীয় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে।

করমজা ইউপি চেয়ারম্যান মো. হোসেন আলী বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান এবং সাঁথিয়া ও বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ। 

কৃষক বিনোদন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা, নারী, পুরুষ ও শিশু কিশোরদের অংশগ্রহণে  বিভিন্ন গ্রামীণ খেলা প্রদর্শন করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন