[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশের প্রথম প্রোটিন অলিম্পিয়ার্ড রাজশাহীতে

প্রকাশঃ
অ+ অ-

প্রোটিন অলিম্পিয়ার্ড নিয়ে মতবিনিময় সভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: স্কুল শিক্ষার্থীদের প্রোটিন নিয়ে সচেতনতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রোটিন অলিম্পিয়াড। 

বাংলাদেশ প্লোট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) উদ্যোগে অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে এই প্রোটিন অলিম্পিয়ার্ড হবে। 

বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্লোট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভা হয়। 

সভায় বিপিআইসিসির যোগাযোগ ও মিডিয়া উপদেষ্টা সাজ্জাদ হোসেন বলেন, প্রোটিন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেই এই প্রোটিন অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। অলিম্পিয়ার্ডে  রচনা, কুইজ, প্রোটিন সচেতনার উপর সেমিনার, স্পোর্টস ও কালচারাল অনুষ্ঠান থাকছে। পাঁচ শতাধিক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে এবং প্রোটিন সম্পর্কে সচেতন হতে পারবে।

মতবিনিময় সভায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ড. গোলাম মাওলা সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিআইসিসির যোগাযোগ ও মিডিয়া উপদেষ্টা সাজ্জাদ শাহিন, প্রোগ্রাম অফিসার আবু বকর, রিভার ভিউ কারেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া অলকা মওল, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আইরিন জাফর, কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ আলী, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন