[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এয়ারটেলের সঙ্গে দেশজুড়ে বন্ধুদের সব হবে অন্য লেভেলে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক: যা কিছু নতুন তার প্রতি তরুণসমাজের আগ্রহ সব সময়ের। আর নতুন নতুন জায়গায় ভ্রমণ করাটাই এখনকার তরুণ-তরুণীদের জীবনের অন্যতম আকর্ষণ। আর এ জন্যই বন্ধুদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তাঁরা, সুযোগ পেলেই বেরিয়ে পড়েন নতুনের খোঁজে। এসব নতুন এক্সপ্লোরেশনের স্মৃতি দিয়ে সাজানো থাকে ডিজিটাল দুনিয়ায় তাঁদের টাইমলাইন।

নতুন সবকিছুই তাঁদের জন্য কনটেন্ট তৈরি করার মতো একটা ইভেন্ট, আর সঙ্গে বন্ধুরা থাকলে এর ফ্লেভারটাই হয়ে ওঠে অন্য রকম।


তাই দেশের যেখানেই থাকুন না কেন, এমন সব এক্সপ্লোরেশনের সময় তাঁরা চান বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকতে। আর বন্ধুদের পাশাপাশি দুর্দান্ত নেটওয়ার্ক থাকলে, এ সবকিছুই হয়ে যায় অন্য লেভেলের মজা।

এবার দেশজুড়ে বন্ধুদের এমন সব অন্য লেভেলের ফানের গল্প নিয়েই বিজ্ঞাপন তৈরি করল বন্ধুদের নম্বর ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল। দেশের সবখানে বন্ধুরা যেন এমন সব অন্য লেভেলের অ্যাক্টিভিটি মেতে ওঠেন—এটাই এয়ারটেলের চাওয়া।

Airtel Buzz-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উপভোগ করুন বন্ধুদের নিয়ে এই বিজ্ঞাপন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন