[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে রোগীর মাকে যৌন হয়রানি, দন্ত চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তার | প্রতীকী ছবি

প্রতিনিধি ঈশ্বরদী: শিশুসন্তানের চিকিৎসার সময় তার মাকে শ্লীলতাহানির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে নূর ইসলাম নয়ন (৪৮) নামে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ওই চিকিৎসককে শহরের কলেজ রোডে ‘সেবা দন্ত চিকিৎসালয়’ নামে তাঁর নিজ প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের ইসলামপুর ভুতেরগাড়ি এলাকার এক গৃহবধূ তাঁর শিশুসন্তানকে দাঁতের চিকিৎসার জন্য সেবা দন্ত চিকিৎসালয়ে যান। সেখানে শিশুটির চিকিৎসা করানোর সময় চিকিৎসক নানা অজুহাতে শিশুটির মায়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে ক্ষিপ্ত হয়ে সন্তানসহ ওই নারী চিকিৎসাকেন্দ্র থেকে বের হয়ে তাঁর স্বামীকে জানান। তাঁরা ওই রাতেই থানায় দন্তচিকিৎসক নূর ইসলাম নয়নের নামে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই চিকিৎসালয় থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, যৌন হয়রানির অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। নূর ইসলাম নয়নকে নারী ও শিশু নির্যাতন আইনের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন