[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাঁথিয়ায় অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

হাফিজুর রহমান হাফিজ | ছবি: সংগৃহীত 

প্রতিনিধি সাঁথিয়া: পাবনার সাঁথিয়ায় অপহরণ মামলায় নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা থেকে জানা গেছে, ৮ আগস্ট বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের মৃত আনছার শেখের ছেলে নান্নু শেখকে (৪০) অপহরণ করেন নাগডেমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান। এর পর তাঁকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় নান্নু বাদী হয়ে শনিবার রাতে চেয়ারম্যান হাফিজুর রহমানসহ কয়েকজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ চেয়ারম্যান হাফিজুর রহমানকে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপহরণ ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। তাঁর ভাষ্য, 'একটি পক্ষ তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলা দিয়েছে। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।'

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, 'শনিবার রাতে অপহরণ মামলায় নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন