[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজকীয় আমন্ত্রণে হজ পালনে সৌদি পৌঁছালেন রাষ্ট্রপতি

প্রকাশঃ
অ+ অ-
সৌদি আরবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর | ছবি: বাসস

বাসস, ঢাকা: রাজকীয় অতিথি হিসেবে হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার সৌদির স্থানীয় সময় বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

সেখানে রাষ্ট্রপতিকে অভ‍্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী।
 
পরে রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে পবিত্র মক্কা নগরীর সাফা রয়েল প‍্যালেসে নিয়ে যাওয়া হয়।
 
এরআগে, বাংলাদেশ সময় বিকালে রাষ্ট্রপতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত‍্যাগ করেন। ফ্লাইট চলাকালে রাষ্ট্রপতি প্লেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

ফ্লাইটে রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন | ছবি: বাসস

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালন শেষে ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন