ঘূর্ণিঝড় মোখার গতিপথ
প্রকাশঃ
সময় যত যাচ্ছে তত বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা।’ কতটা শক্তি নিয়ে মোখা উপকূলে আঘাত হানবে বা মোখার গতিপথ একইরকম থাকবে কি না তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এটি ১৪ মে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে এখন পর্যন্ত জানা গেছে।
২০০৭ সালের সিডরের মতো মোখাও যে সুপার সাইক্লোনে পরিণত হবে না, সে কথাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
২০০৭ সালের সিডরের মতো মোখাও যে সুপার সাইক্লোনে পরিণত হবে না, সে কথাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
![]() |
| ঘূর্ণিঝড় মোখা আসার আগে সাগর শান্ত রয়েছে। তাই আশঙ্কা প্রলয়ংকরী রূপ নিয়ে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। হালিশহর, চট্টগ্রাম, ১৩ মে | ছবি: পদ্মা ট্রিবিউন |

Comments
Comments