[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঘূর্ণিঝড় মোখা,এসএসসি পরীক্ষা,শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষা,

প্রকাশঃ
অ+ অ-

শিক্ষা মন্ত্রণালয় | গ্রাফিক্স পদ্মা ট্রিবিউন  

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রোববার বন্ধ থাকবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে আজই আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে ছয়টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের আগামীকাল রোববার এবং পরদিন সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পাঁচটি শিক্ষা বোর্ডের আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটি সংশোধন করে এখন নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ও পরশু যে ছয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। অর্থাৎ, নতুন করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত হলো।

সব শিক্ষা বোর্ড নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা আদেশে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন