[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার ফাল্গুনেই দাবদাহ, পরশু থেকে কালবৈশাখী

প্রকাশঃ
অ+ অ-

কালবৈশাখী | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ফাল্গুনের শেষ সময়ে এসে দেশের কয়েকটি স্থানে মৃদু দাবদাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারে মৃদু দাবদাহ বয়ে যাবে। এ ছাড়া ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এবার শীতে এমনিতেই বৃষ্টি কম হয়েছে। আবার ১৬ দিন ধরে দেশে তেমন বৃষ্টি হয়নি। ফলে এবার একটু আগেভাগেই, অর্থাৎ ফাল্গুনেই দেশে দাবদাহ শুরু হয়ে গেছে। তবে ১৫ থেকে ১৮ মার্চ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টি দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ বলছে, সাধারণত মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে দাবদাহ শুরু হয়ে থাকে। এই দাবদাহ এপ্রিলে গিয়ে বাড়ে। আর কালবৈশাখী শুরু হয় মার্চের মাঝামাঝি সময়ে।

কিন্তু এবার দাবদাহ আগে শুরু হতে দেখা গেল। এখন এক দিকে যেমন আকাশে মেঘ কম থাকছে, অন্যদিকে সূর্যের তাপ প্রখর থেকে প্রখর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে দাবদাহ শুরু হয়েছে বলে ধরা হয়। চলতি মাসে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে একাধিক দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন