[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পুরো রমজান ইফতার করাবে ডিএনসিসি, সবার জন্য উন্মুক্ত

প্রকাশঃ
অ+ অ-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: প্রথম রমজানে নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

শুক্রবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের সামনে তিনি এই ইফতার করেন। ইফতারের কিছুক্ষণ আগে মেয়র আতিকুল ইসলাম উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে গল্প করেন। এ সময় শিশুরাও মেয়রের সঙ্গে গল্পে আনন্দে মেতে ওঠে। 

এ সময় রমজানে মাসব্যাপী ইফতার আয়োজনের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। তবে শুধু নিম্ন আয়ের মানুষই নয় সবার জন্যই এটি উন্মুক্ত। যে কেউ এসে এখানে ইফতার করতে পারবেন।’ 

ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন—ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম এবং অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন