[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তুরস্কে আবারও ভূমিকম্প

প্রকাশঃ
অ+ অ-

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছে | ফাইল ছবি: এএফপি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আজ শনিবার আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আল–জাজিরার খবরে বলা হয়, মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায়। আর রয়টার্স জানায়, ইউরোপিয়ান-মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে সাত কিলোমিটার গভীরে। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে বোর জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়। ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, সেখান থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে রোব জেলাটি অবস্থিত।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা দেখতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল রয়েছে। তিনি টুইটারে বলেন, ‘এ মুহূর্তে খারাপ কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকমে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। এগুলোতে ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। সেই ক্ষত কাটিয়ে না উঠতেই দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ২০ ফেব্রুয়ারি রাত ৮টা ৪ মিনিটে আবার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে ওঠে তুরস্কের ওই অঞ্চল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন