[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশঃ
অ+ অ-

ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সপ্তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে সোমবার সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সকলে।

সবশেষ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে আনিসুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলনসহ পরিবারের সদস্যরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন