[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশঃ
অ+ অ-

আইন শৃঙ্খলা কমিটির সভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যন আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ঈশ্বরদী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, দাশুড়িয়ার নুরুল ইসলাম বকুল সরদার, সলিমপুরের আব্দুল মজিদ বাবলু মালিথা ও পাকশীর সাইফুজ্জামান পিন্টুসহ  উপজেলা প্রশাসনের  বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলায় ডেঙ্গুর প্রকোপ, প্রবীণদের ভাতা নিয়ে প্রতারণা, শহরে যানজট নিরসনে প্রশাসনের গুরুত্ব, স্কুল-কলেজের সামনে বখাটেদের আড্ডা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন