[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কিছু দেশ মানবতার বিরুদ্ধে অপরাধকে লালন-পালন করছে: আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার কুশীলবদের অনেকেই বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেসব দেশে খুনিদের আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। তিনি বলেছেন, খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিকভাবে আবেদন ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশগুলো অযৌক্তিক অজুহাত দেখিয়ে হত্যাকারীদের আশ্রয় দিয়ে বিশ্বমানবতার বিরুদ্ধে অপরাধকে লালন–পালন করে চলেছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে শেখ রাসেল দিবস ২০২২ পালনের কর্মসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে ১০ বছরের রাসেলও বাদ যায়নি। খুনিরা এখনো কিছু দেশে পালিয়ে আছে। যে দেশগুলো নিজেদের সভ্য দেশ দাবি করে, প্রয়োজনে–অপ্রয়োজনে অন্য দেশগুলোকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উপদেশ পরামর্শ দেয় এবং বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে নির্মম হত্যাকাণ্ডের হত্যাকারীদের যে দেশ, সরকার প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তাদের কি কখনো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক বলে মনে করা যায়?’

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কাজকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে এবং রাসেলের দুরন্ত ও নির্ভীক শৈশবের গল্প এ প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে শেখ রাসেল দিবসের আয়োজন বলে জানান প্রতিমন্ত্রী।

দ্বিতীয়বারের মতো ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্‌যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত ও নির্ভীক’। সরকার গত বছর থেকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালন করছে।

শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮ অক্টোবর সকাল ছয়টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী আয়োজন, বেলা আড়াইটায় বিআইসিসিতে সেমিনার এবং সন্ধ্যা ছয়টায় একই ভেন্যুতে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ অনুষ্ঠিত হবে। জাতীয় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এ ছাড়া ১৬ অক্টোবর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজিত হবে বলে জানায় আইসিটি বিভাগ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের মহাপরিচালক খায়রুল আমীন, রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাসহ প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন