[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গুঞ্জনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি পূজা চেরির

প্রকাশঃ
অ+ অ-

ফেসবুকে নিজের ক্ষোভের কথা বলেছেন পূজা | কোলাজ

বিনোদন প্রতিবেদক: শাকিব খান ও বুবলীর বিয়ে আর সন্তানের খবরটি সামনে আসার পর নায়িকা পূজা চেরিকে জড়িয়ে নানা ধরনের কথা বলতে থাকে নেটিজেনদের একাংশ। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত এই চিত্রনায়িকা। এ নিয়ে আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের ক্ষোভের কথা বলেছেন পূজা। তিনি বলেছেন, কোনো ধরনের যাচাই–বাছাই ছাড়া যাঁরা এ ধরনের অপপ্রচারে জড়িয়েছেন, গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন।

পূজা তাঁর ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন, তাঁদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজ করছেন! কোনো রকম সত্য–মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি—দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।

কারণ, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

‘হৃদিতা’ ছবিতে পূজা চেরি

ফেসবুক পোস্টের শুরুতে পূজা লিখেছেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্প দিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে—এতে করে জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সব সময় কাজে মনোযোগী হয়েছি।’

পূজা চেরি অভিনীত সর্বশেষ ছবি ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত গত সপ্তাহে মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এই ছবি চলাকালেও নানা ধরনের ট্রলের শিকার হন এই অভিনেত্রী। 

ব্যাংককে পূজা চেরি | ছবি : ফেসবুক

তিনি বলেন, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এসব প্রসঙ্গ টেনে এনে তিনি বললেন, ‘কদিন ধরে খেয়াল করছি, আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই—যতটুকু আছে, শিল্পী হিসেবে, শুধুই প্রফেশনাল সম্পর্ক। কিন্তু আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁদের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয় নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’

সাম্প্রতিক বিতর্ক নিয়ে তিনি  বলেছিলেন, ‘দেখুন, আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’ খোঁজ নিয়ে জানা যায়, পূজা সাড়ে চার বছর অভিনয় করেছেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন