[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা চার্লসের ফোন

প্রকাশঃ
অ+ অ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজা তৃতীয় চার্লস | ছবি: বাসস/রয়টার্স

বাসস লন্ডন, যুক্তরাজ্য: যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

শনিবার সন্ধ্যায় রাজা চার্লস বাকিংহাম প্যালেস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন।

কাল সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এই অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজা চার্লস তাঁর প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা-সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান চার্লস।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, ‘আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা ও কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন। তাঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে, আমি তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধানমন্ত্রী রাজা চার্লসকে জানান, বাংলাদেশ সরকার প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে। রানির আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

সিংহাসনে আরোহণের জন্য রাজা চার্লসকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি রাজার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

চার্লস ১৯৯৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন। তাঁর এই সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস ও কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

জবাবে রাজা চার্লস বলেন, তিনি ও কুইন কনসোর্ট দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষায় ছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাবলির কারণে দুর্ভাগ্যবশত তাঁদের সেটি বাতিল করতে হচ্ছে।

রাজা চার্লস বাংলাদেশের জনগণ ও বাংলাদেশি ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন