[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদী ইপিজেডে টেক্সটাইল খাতে বিনিয়োগ নিয়ে চুক্তি

প্রকাশঃ
অ+ অ-

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  | ছবি: পদ্মা ট্রিবিউন

বিজ্ঞপ্তি: কানাডা-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ঈশ্বরদী ইপিজেড) ৯ কোটি ১১ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি সুতা তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে  সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং বিগ ডিপার টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান অং জেমি কওক চ্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ১৫ হাজার ৪২২ মেট্রিক টন সুতা উৎপাদন করবে। কারখানাটিতে ১২০৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন