[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মালয়েশিয়ায় যেতে সর্বোচ্চ ব্যয় ৭৮,৯৯০ টাকা

প্রকাশঃ
অ+ অ-

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যেতে একজনের ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ব্যয় হবে ৭৮ হাজার ৯৯০ টাকা। উড়োজাহাজে মালয়েশিয়ায় যাওয়ার ভাড়াসহ অন্যান্য খরচ বহন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ। আজ বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এই অফিস আদেশ অনুযায়ী, মালয়েশিয়াগামী কর্মীর শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যয়গুলো বহন করতে হবে। যার মধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জের মতো বিষয়গুলো রয়েছে। এসব মিলে মোট ৭৮ হাজার ৯৯০ টাকার ব্যয় বিদেশগামীকে নিজে বহন করতে হবে।

অন্যদিকে ২০২১ সালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, উড়োজাহাজভাড়া, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ‘সিকিউরিটি ডিপোজিট’, বিমা, মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, করোনার সংক্রমণ পরীক্ষাসহ ১৫টি খাতের ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বহন করবে।

অফিস আদেশে আরও বলা হয়, জনপ্রতি সর্বোচ্চ অভিবাসন–সংক্রান্ত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন