[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিক্ষক আব্দুর রহিম আর নেই

প্রকাশঃ
অ+ অ-

আব্দুর রহিম | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনা জেলার শতবর্ষের শিক্ষাপ্রতিষ্ঠান ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে শহরের স্কুলপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন।
 
মৃত্যুকালে শিক্ষক আব্দুর রহিম স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।

সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম জানান, শিক্ষক আব্দুর রহিমের জানাজা আজ ববৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। এরপর রহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

জনপ্রিয় শিক্ষকের মৃত্যুতে পাবনা- ৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়য় ইছাহক আলী মালিথা, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন