[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরা!

প্রকাশঃ
অ+ অ-

ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। আজ শনিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  জেলা কার্যালয় বাজারে অভিযান পরিচালনা করেছে। 

১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে ৪ হাজার ৪৭ লিটার তেল উদ্ধারসহ ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে মাহাদী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের গুদামে আগের দামে বোতলজাত ১ হাজার ৫ লিটার ও খোলা ২ হাজার ৮৭০ লিটার তেল পাওয়া যায়। একইসঙ্গে কুণ্ডু স্টোরে ১৭২ লিটার বোতলজাত তেল পাওয়া যায়। উভয় প্রতিষ্ঠানই ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকা করে বিক্রি করছিল। প্রতিশ্রুতি অনুযায়ী তেল বিক্রি না করার অপরাধে মাহাদী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী ৫০ হাজার ও কুণ্ডু স্টোরকে ২০ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

জব্দ করা তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন