{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার

প্রকাশঃ
অ+ অ-

উপহার বিতরণের পরে সংগঠনটির সকল সদস্য শিশুদের সঙ্গে ছবি তোলেন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাঁদের এই আয়োজন।

ঈশ্বরদী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন হাসি ফুটুক ওদের মুখে- এই উদ্যোগে ঈদের হাসি ফুটছে ৩০ জন শিশুদের মুখে।

শনিবার ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিশুদের হাতে উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। উপহার পেয়ে শিশুদের চোখে-মুখে হাসির ঝলক লক্ষ্য করা যায়।

তাঁরা জানান, সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাঁরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই উপহার দিচ্ছেন। আমরা প্রতি বছরে শিশুদের ঈদের উপহার দিয়ে থাকি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন