[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন

প্রকাশঃ
অ+ অ-

লাইব্রেরির রিডিংরুমে ফিতা কেটে কর্নারের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: পাবনার শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দা পাবলিক লাইব্রেরিতে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার।

সোমবার  সকালে লাইব্রেরির রিডিং রুমে এ কর্নারের উদ্বোধন করেন লাইব্রেরির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী  পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান, কার্যক নির্বাহী সদস্য অধ্যাপক শিবজিত নাগ, কাজী রফিকুল আলম, ডা. মনোয়ারুল আজিজ, আলী মর্তুজা বিশ্বাস সনি, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হান্নান ও রবিউল ইসলাম চৌবেসহ লাইব্রেরীর সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী পিন্টু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গ্রন্থাগার অধিদপ্তরের দেশব্যাপী এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন