[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান

প্রকাশঃ
অ+ অ-
নিজস্ব প্রতিবেদন: পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার (৩০ আ) দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।

পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫ জন সাংসদের মৃত্যুর কারণে ৫টি আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসনগুলো হলো ঢাকা-৫ এ ঢাকা-১৮, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১ এবং পাবনা-৪।

পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ১৪১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে কে পাচ্ছেন দলের মনোনয়ন, তা ঠিক করতে আজ রোববার বৈঠক বসে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাকি ৪টি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো চূড়ান্ত করে জানানো হয়নি।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সূত্র বলছে, দলীয় প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা, সাংগঠনিক চ্যানেল ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। সম্ভাব্য দলীয় প্রার্থী কারা হতে পারেন, এই বিষয়ে প্রায় সিদ্ধান্তে পৌঁছে গেছেন।

পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওরফে ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন