পাবনা-৪ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫ জন সাংসদের মৃত্যুর কারণে ৫টি আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসনগুলো হলো ঢাকা-৫ এ ঢাকা-১৮, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১ এবং পাবনা-৪।
বাকি ৪টি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো চূড়ান্ত করে জানানো হয়নি।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সূত্র বলছে, দলীয় প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা, সাংগঠনিক চ্যানেল ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। সম্ভাব্য দলীয় প্রার্থী কারা হতে পারেন, এই বিষয়ে প্রায় সিদ্ধান্তে পৌঁছে গেছেন।
পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওরফে ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

Comments
Comments