[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

প্রকাশঃ
অ+ অ-
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে নির্বাচনী বিলবোর্ড। চাটমোহরের ভাদ্রা বাইপাস এলাকা | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ আংশিক ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড টানানোর অভিযোগ উঠেছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাস এলাকায় পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) জামায়াত প্রার্থী মাওলানা আলী আছগারের এই বিলবোর্ডটি বসানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যের ঠিক সামনে বাঁশ ও কাঠামোর ওপর প্রার্থীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি বড় বিলবোর্ড ঝোলানো হয়েছে। এতে ভাস্কর্যটির বড় একটি অংশ ঢাকা পড়ে গেছে। স্থানীয়দের মতে, এটি মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মোস্তফা বলেন, এটি শুধু একটি বিলবোর্ড নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। নির্বাচন আসবে যাবে, কিন্তু মুক্তিযুদ্ধের সম্মান অটুট রাখতে হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলবেন।

বিলবোর্ড স্থাপনের বিষয়ে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, এটি অল্প কয়েক দিনের বিষয়। যেহেতু আপত্তি উঠেছে, আমরা বিলবোর্ডটি পাশের কোনো জায়গায় সরিয়ে নেব।

জামায়াত প্রার্থী মাওলানা আলী আছগারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার প্রতিনিধি হিসেবে কথা বলেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হুরাইরা হৃদয়। তিনি বলেন, এটি একটি ভুল। রাতের অন্ধকারে বোঝা যায়নি, তাই ভাস্কর্যটি আংশিক ঢাকা পড়েছে। দায়িত্বপ্রাপ্তরা বিলবোর্ডটি সরিয়ে নেবেন।

সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। সরকারি স্থাপনা বা ভাস্কর্য ঢেকে প্রচার চালানো আচরণবিধি লঙ্ঘন। দ্রুত বিলবোর্ডটি সরিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন