তারেক রহমানের জনসভার আগের রাতে ১৮ মাইক চুরি
![]() |
| বিএনপির জনসভা উপলক্ষে মাঠে মাইক লাগাচ্ছেন এক শ্রমিক। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের রাতে ১৮টি মাইক ও বৈদ্যুতিক তার চুরি হয়েছে। রোববার দুপুরে জনসভা শেষ হওয়ার পর মাইক্রোফোনও হারিয়ে যায়। এ ঘটনায় সাউন্ড সিস্টেমের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভা ঘিরে নগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো হয়, এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়। তবু চুরির ঘটনা ঘটে।
কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। অভিযোগে বলা হয়, শনিবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে ১৮টি মাইক ও তার চুরি হয়ে যায়, যার মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
আবদুর রাজ্জাক জানিয়েছেন, জনসভায় মোট ২০০ মাইক ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ১৮টি চুরি হয়। পরে জনসভা শুরুর আগে অতিরিক্ত মাইক বসানো হয়। তিনি বলেন, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ছিল। দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর জানতে পারেন, জনসভা শেষে মাইক্রোফোনও পাওয়া যাচ্ছে না। কে বা কারা তা নিয়েছে তা এখনও জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, ‘জনসভায় ব্যস্ত ছিলাম। বিষয়টি দেখা হচ্ছে।’

Comments
Comments