দোকানিকে কুপিয়ে হত্যা, হামলাকারীও পিটুনিতে নিহত
| মরদেহ | প্রতীকী ছবি |
যশোরে জমি নিয়ে বিরোধের জেরে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজনের মারধরে মারা যান হামলাকারীও। মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুল আলিম (৩৫)। রফিকুল ইসলাম মুদিদোকানি ছিলেন। আব্দুল আলিমের পেশা জানা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে চৌগাছা উপজেলার সলুয়া এলাকায় নিজের দোকানে যাচ্ছিলেন। সলুয়া কলেজের সামনে পৌঁছালে আব্দুল আলিম হঠাৎ তাঁর ওপর হামলা চালান। তিনি ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রফিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যান।
পুলিশ আরও জানায়, রফিকুলের ওপর হামলার ঘটনায় স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হামলাকারী আব্দুল আলিমকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, রফিকুলের কাছ থেকে একটি জমি কিনেছিলেন আলিম। কিন্তু রফিকুল জমিটি আলিমকে বুঝিয়ে দিতে পারছিলেন না। দুই বছরের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
আবুল বাশার জানান, আজ বুধবার লাশ দুটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর এ ঘটনায় মামলা করা হবে।
Comments
Comments