মারধরের শিকার সাবেক সেনাসদস্য মারা গেছেন
![]() |
| মারধর | প্রতীকী ছবি |
রাজধানীর উত্তরায় মারধরের শিকার হয়ে সাবেক সেনাসদস্য মাহবুব আলম (৫৭) মারা গেছেন। রোববার রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মাহবুব আলম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তিনি উত্তরা পূর্ব থানা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে চাকরি করতেন।
পুলিশ জানায়, বডিগার্ড (গানম্যান) হিসেবে চাকরির খোঁজে গত শুক্রবার সন্ধ্যায় মাহবুব আলম উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে যান। তখন দুটি গাড়ি সেখানে আসে। একটি গাড়ি থেকে একজন নেমে হঠাৎ লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরও পাঁচ-ছয়জন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, মাহবুব আলমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি উত্তরা পূর্ব থানার এলাকায় বসবাস ও কাজ করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments
Comments