[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইইউ প্রতিনিধিদের সঙ্গে গোপালগঞ্জের প্রার্থী গোবিন্দ প্রামাণিকের বৈঠক

প্রকাশঃ
অ+ অ-
গোবিন্দ চন্দ্র প্রামাণিক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বুধবার রাজধানীর একটি হোটেলে এই বৈঠক হয়। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের জানমাল রক্ষার বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে।

বৈঠক শেষে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটাররা বিভিন্নভাবে বাধার মুখে পড়ছেন। তিনি বলেন, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি আরও বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচনের দিন প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তা নিশ্চিত করার দাবিও তিনি ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

শুরুতে রিটার্নিং কর্মকর্তা গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে নির্বাচন কমিশনে আপিল করে তিনি নিজের প্রার্থিতা ফিরে পান। মনোনয়নপত্র বাতিলের পর থেকে আইনি লড়াই এবং চলমান চ্যালেঞ্জগুলো তিনি ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন