[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চ্যুয়াল বৈঠক

প্রকাশঃ
অ+ অ-
 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি বাসস

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদল ভার্চ্যুয়ালি বৈঠক করেছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল নয়টায়। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন।

সালেহ শিবলী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেন। বৈঠকে মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

ভার্চ্যুয়াল এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন