[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেইজিং থেকে তৌহিদ হোসেনকে ফোন করলেন ইসহাক দার

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন   

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় দুজনই নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ইসহাক দারের সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপের সময় তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেছেন। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে দু’পক্ষও সম্মত হয়েছেন।

ইসহাক দার বর্তমানে চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে রয়েছেন। সেখান থেকে তিনি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং সফরে ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ মোহাম্মেদ আবদেলাটির সঙ্গে পৃথকভাবে ফোনালাপও করেছেন।

প্রসঙ্গত, ইয়েমেনের ভবিষ্যৎ এবং একটি স্বাধীন দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা নিয়ে মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতা বিরাজ করছে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা তীব্র পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরব অভিযোগ করেছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন করছে। এই প্রেক্ষাপটে রিয়াদে পক্ষগুলো আলোচনায় বসেছে।

সৌদি আরবে আলোচনাকে পাকিস্তান স্বাগত জানিয়েছে। পাশাপাশি ইয়েমেনিদের আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানানো হয়েছে। ইসলামাবাদ ইয়েমেনের ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন