[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কক্সবাজারে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি’র হুঁশিয়ারি

প্রকাশঃ
অ+ অ-
কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী | ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে ডাকযোগে একটি উড়োচিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে কাফনের কাপড়ও ছিল। রোববার ওই চিঠি পাওয়ার পর তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহজাহান চৌধুরী এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একসময় জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতি।

উড়োচিঠিতে হত্যার হুমকির বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দেখার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ফোন করেন। তিনি এ ধরনের হুমকিতে সাহস না হারাতে বলেন এবং নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, কক্সবাজার সদর ডাকঘর থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির ভাষা অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, আজ সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাড়িতে একটি চিঠি পৌঁছে দেন। চিঠি খুলে দেখা যায়, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। তা না হলে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং শরিফ ওসমান হাদির মতো পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের একটি টুকরা, অর্থাৎ কাফন, সংযুক্ত ছিল।

চিঠিতে প্রেরকের নাম হিসেবে মুমিনুল আলম লেখা রয়েছে। সেখানে কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়েছে।

চিঠির ভাষা হুবহু তুলে ধরা হলো- ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্ত করছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন