খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র্যাব
![]() |
| ফাইল ছবি |
খুলনায় র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক ও দেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে আলোচিত দুই খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে হামলার ঘটনা ঘটে।
র্যাব দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। তাদের কাছ থেকে ৭৯টি ইয়াবা বড়ি, একটি খেলনা পিস্তল এবং দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইচগাতির বাসিন্দা ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় (২৫) এবং একই এলাকার বাসিন্দা সাহাবুদ্দন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন (২৬)।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, ডাবল হত্যার দুজন আসামি আইচগাতি ইউনিয়নের সেনের বাজার এলাকার পলাশের বাড়িতে অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশি তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়। র্যাব আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তী সময়ে পুলিশের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে র্যাবের মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেনের বাজার এলাকার পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য অবস্থান নিয়েছে। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা আমাদের দেখতে পেয়ে আক্রমণ করলে আমরা ফাঁকা গুলি করি। গ্রেপ্তার এড়াতে ঘরের টিন খুলে পালানোর চেষ্টা করে তারা।’
মেজর নাজমুল আরও জানান, দুই খুনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় ও নয়নের অবস্থান নিশ্চিত করা গেছে। তারা কিছুদিন আগে আদালতপাড়ার সামনে রাজন ও রাব্বি হত্যার মিশনে সরাসরি অংশ নিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৭৯টি ইয়াবা বড়ি, একটি খেলনা পিস্তল এবং দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে।

Comments
Comments