[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিশ্বকাপ ভেন্যু বদলের বিষয়ে আবার আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি

প্রকাশঃ
অ+ অ-

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ দ্বিতীয় দফা ইমেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক পরিচালক বলেন, ‘চিঠি পাঠানো হয়েছে, এখন আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি।’

বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। পাশাপাশি, ভারতে খেলার বিষয়ে বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে, সে ধরনের কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছে আইসিসি।

তবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি যদি বাড়তি কোনো বিষয় যুক্ত করতে চায়, তাহলে তা বিবেচনা করা হবে। দ্বিতীয় দফায় পাঠানো ইমেইলের জবাব শনিবারের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।

আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ডের কয়েকজন পরিচালক। সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতেই আমরা আগ্রহী। দেশের মর্যাদা বিসর্জন দিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরই ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিসিবি। এরপরই ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। বিসিবির মতে, বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ থেকে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও অনেক দর্শকও খেলা দেখতে যাবেন। বর্তমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশের কেউই নিরাপদ নন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন