[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্মরণকালের শীতে কাঁপছে কলকাতা, দার্জিলিংয়ে নামল ১.৩ ডিগ্রি

প্রকাশঃ
অ+ অ-
শীতে জড়সড় হয়ে একদল ব্যক্তি আগুনের তাপ নিচ্ছে। ৬ জানুয়ারি, কলকাতা | ছবি: পদ্মা ট্রিবিউন 

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসে কলকাতায় এটিই শীতের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতায় জানুয়ারি মাসে এমন তীব্র শীত আগে কখনো দেখা যায়নি। পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আজ মঙ্গলবারও কলকাতাসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা ছিল। আকাশ ছিল মেঘলা, সঙ্গে ছিল উত্তুরে হাওয়া।

পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের আটটি জেলায় শৈত্যপ্রবাহের আগাম সতর্কতা জারি করেছে। জেলাগুলো হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান।

তাপমাত্রা আরও কমে যাওয়ায় রাজ্যের উত্তরবঙ্গে তুষারপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, মানেভঞ্জন, সান্দাকফু, ঘুমসহ পাহাড়ের উঁচু এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় থাকবে ঘন কুয়াশা। মুর্শিদাবাদ ও বীরভূমে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। একই সঙ্গে সাগরদ্বীপ, দীঘা ও ডায়মন্ডহারবারসহ উপকূলীয় এলাকায় কুয়াশার প্রভাব বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা ২১ দিন ধরে রাজ্যজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে।

এদিকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। যানবাহনের সংখ্যাও কমেছে। ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। তীব্র ঠান্ডার মধ্যেই চাকরিজীবীরা সকাল থেকে কর্মস্থলে যাচ্ছেন। তবে হাটবাজারে ক্রেতার সংখ্যা কম। অনেক ব্যবসায়ী প্রচণ্ড শীতে দোকানপাট খুলতে পারেননি। শীত থেকে বাঁচতে রাস্তার বিভিন্ন জায়গায় কাঠ ও গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতের কারণে অনেক শিক্ষার্থী স্কুল–কলেজে যেতে পারেনি। বাস, ট্রেন ও উড়োজাহাজসহ বিভিন্ন যান চলাচলেও প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দিল্লির আবহাওয়া দপ্তরও সতর্কতা জারি করে জানিয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এ জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে তীব্র শীতের আভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ওডিশা, দিল্লি ও মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন