জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত নিয়ে সতর্কবার্তা দিলেন ফখরুল
![]() |
| নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ পত্রিকায় একটি খবর এসেছে, ফরহাদ মজহার সাহেব একজন বিশিষ্ট দার্শনিক। তিনি বলছেন, জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা দেশের ক্ষতি করবে।’
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আজ যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইব—খবরটি কতটুকু সত্যি এবং এর ব্যাখ্যা কী। সেই ব্যাখ্যা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই।’
এর আগে মির্জা ফখরুল একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।

Comments
Comments