[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুরে বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি মামলা

প্রকাশঃ
অ+ অ-
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলার চন্দ্রগঞ্জ থানায় দুইটি মামলা করা হয়।

পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর পক্ষে মামলাটি করেছেন চরশাহী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হেজবুল্লাহ। মামলায় তিনি বিএনপির ১০ কর্মীর নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত পরিচয় ১৬০ জনকে আসামি করেছেন। অন্যদিকে, বিএনপির পক্ষে মামলাটি করেছেন একই ইউনিয়নের বিএনপি কর্মী কামাল হোসেন। তিনি জামায়াতে ইসলামীর ১৭ নেতা–কর্মীর নাম উল্লেখ করেছেন এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার চরশাহী ইউনিয়নে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। বিএনপির নেতা–কর্মীরা অভিযোগ করেছেন, জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিল। বাধা দেওয়ার কারণে তাদের ওপর হামলা চালানো হয়। তবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল রহমান হাফিজ উল্যাহ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, জামায়াতের প্রচারণার সময় হঠাৎ সংঘর্ষ হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন