[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিতাসে ফের দুর্ঘটনায় উত্তরাসহ আশপাশের এলাকায় গ্যাস বন্ধ

প্রকাশঃ
অ+ অ-
গ্যাস | প্রতীকী ছবি

দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিকেজের কারণে উত্তরার মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করা হয়েছে। এর ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলছে।

ভাল্‌ভটি গ্যাসের প্রবাহ কমানো বা বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। এটি পাইপলাইনের বিভিন্ন স্থানে থাকে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহ সংকট চলছে। দ্বিগুণ দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে নিয়মিত দুর্ঘটনায় পাইপলাইন গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়ে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ এখনও ব্যাহত রয়েছে। এরপর ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে সরবরাহ বন্ধ হলে গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসানোর পর পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন