[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুর ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুরের ফরিদগঞ্জে হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আব্দুল কাদির তপদার | ছবি: পদ্মা ট্রিবিউন  

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আব্দুল হান্নানের এক সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার এবং ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ব্যক্তির স্ত্রী রহিমা বেগম।

হামলার শিকার ব্যক্তির নাম আব্দুল কাদির তপদার (৬০)। তিনি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছেন। ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ধানের শীষ প্রতীকের এক সমর্থক, নাম প্রকাশ না করার শর্তে, দাবি করেছেন, কাদির তপদারের সঙ্গে টাকা লেনদেনকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঘটনা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় আব্দুল কাদির গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওয়ার বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় শাহাদাৎ গাজী, শাহাবুদ্দিন পাটওয়ারী, মাইন উদ্দিন গাজীসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা এই আসনের বিএনপি প্রার্থী মো. হারুনুর রশিদের অনুসারী হিসেবে পরিচিত।

হামলার খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান তাঁর অনুসারীদের নিয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে নেতা–কর্মীদের নিয়ে গোয়ালভাওয়ার বাজারে প্রতিবাদ মিছিলও করেন। আব্দুল হান্নান বলেন, ‘ধানের শীষ প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের নিয়মিত হুমকি দিচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা না হলে অতীতের মতো এখনো কোনো পার্থক্য দেখা যাবে না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন