[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমান আসছেন রাজশাহীতে, ‘বৃহৎ ও ঐতিহাসিক’ সমাবেশের প্রস্তুতি

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সভা উপলক্ষে প্রস্তুতি সভা। শনিবার রাতে নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত মিজানুর রহমান মিনুর বাসায় | ছবি: পদ্মা ট্রিবিউন

আগামী বুধবার রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারেক রহমানের এই সমাবেশ হবে ‘সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক’।

তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় সমাবেশে ভাষণ দেবেন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় মিজানুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু), রাজশাহী-৬ আসনের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), রাজশাহী-৫ আসনের প্রার্থী নজরুল ইসলাম, রাজশাহী-৪ আসনের ডিএম জিয়াউর রহমান, নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক বাহির থাকায় উপস্থিত হতে পারেননি।

মিজানুর রহমান জানিয়েছেন, চট্টগ্রামের পরেই রাজশাহীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন। এটি সর্বকালের সর্ববৃহৎ ও ঐতিহাসিক সমাবেশ হবে। নারী ও পুরুষ প্রায় সমানভাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে আজ রোববার সন্ধ্যায় আরও একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সমাবেশের আগের দিন পর্যন্ত প্রতিদিনই প্রস্তুতি সভা চলবে। এছাড়া রাজশাহী নগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের প্রস্তুতি সভা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন