তারেক রহমান আসছেন রাজশাহীতে, ‘বৃহৎ ও ঐতিহাসিক’ সমাবেশের প্রস্তুতি
![]() |
| রাজশাহীতে তারেক রহমানের নির্বাচনী সভা উপলক্ষে প্রস্তুতি সভা। শনিবার রাতে নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত মিজানুর রহমান মিনুর বাসায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
আগামী বুধবার রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারেক রহমানের এই সমাবেশ হবে ‘সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক’।
তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় সমাবেশে ভাষণ দেবেন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।
প্রস্তুতি সভায় মিজানুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু), রাজশাহী-৬ আসনের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ (চাঁদ), রাজশাহী-৫ আসনের প্রার্থী নজরুল ইসলাম, রাজশাহী-৪ আসনের ডিএম জিয়াউর রহমান, নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক বাহির থাকায় উপস্থিত হতে পারেননি।
মিজানুর রহমান জানিয়েছেন, চট্টগ্রামের পরেই রাজশাহীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন। এটি সর্বকালের সর্ববৃহৎ ও ঐতিহাসিক সমাবেশ হবে। নারী ও পুরুষ প্রায় সমানভাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে আজ রোববার সন্ধ্যায় আরও একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সমাবেশের আগের দিন পর্যন্ত প্রতিদিনই প্রস্তুতি সভা চলবে। এছাড়া রাজশাহী নগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের প্রস্তুতি সভা হবে।

Comments
Comments