[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। এবার বিপিএলে তিনি চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলা এখন অনিশ্চিত। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে খেললে তা শুধুই ভারতে হবে। ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়া অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিসিবিও নিরাপত্তার কারণে ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলার অবস্থানে অনড়। এর মধ্যে আজ বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সেই বৈঠকে কী আলোচনা হবে, জানতে চাইলে বাংলাদেশের টি–টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘এ রকম কথা এখনো হয়নি। শুধু প্রতিটি খেলোয়াড়কে যারা বিশ্বকাপ দলে আছে, তাদের ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে মিটিংয়ের জন্য। ওখানেই বোঝা যাবে রহস্যটা কী।’

মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন চট্টগ্রামের অধিনায়ক হিসেবে। আগামীকাল ফাইনালে তাঁর দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। তবে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের বিশ্বকাপ খেলা। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা কী বলবেন?

মেহেদী বলেন, ‘দেখুন, খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই খেলতে চাইবে। কিন্তু এটি পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা যেটা বলবে, আমার মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন